আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৩৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৯, ২০২৪, ১২:৪৭ এ.এম
যশোরের অভয়নগরে রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ আটক ১

যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে ১টি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ জসিম সরদার নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৬)। রবিবার (২৭ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জসিম অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
র্যাব- ৬ যশোরের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল বলেন, অস্ত্রসহ আটক জসিম সরদার এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।
রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha