বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দের দাবি অনুযায়ী, দেশের ৭৮% মানুষ এখন ইসলামী শাসন ব্যবস্থা চাচ্ছেন। সম্প্রতি একটি জরিপে দেখা যায়, আগে এই সংখ্যা ছিল মাত্র ১৫%। তবে ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে গেছে।
সোমবার (২৮ অক্টোবর) রাজবাড়ীর বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ ও গণমিছিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়াদ্দার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মো: নুরুল ইসলাম।
বক্তারা জানান, দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা প্রত্যক্ষ করেছে, কিন্তু শাসনের ধরণ পরিবর্তিত হয়নি। বক্তারা বলেন, "মানুষ এখন ইসলামী শাসন ক্ষমতা চান।" জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সবার মুখে এখন একই স্লোগান—“সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।”
বক্তারা আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, “স্বৈরাশাসক খুনি হাসিনা চিরদিন ক্ষমতায় থাকার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। ইসলামকে চিরতরে শেষ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান সৃষ্টিকর্তা তাদের পরিকল্পনাকে ধ্বংস করেছে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি খো: মনির আজম মুন্নু, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: মিরাজুল ইসলাম এবং বালিয়াকান্দি উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha