কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কর্মকর্তারা হলেন কুমারখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, "রবিবার রাতের অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ছয়জন পুলিশের একটি টিম যাচ্ছিল। এ সময় দুষ্কৃতকারীরা তাদের নৌকা ডুবিয়ে দেয়। চার পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পারলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।"
তিনি আরও জানান, "হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha