বর্ণাঢ্য আয়োজনে রবিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা যুবদল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে।
বিকেলে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জিল্লুর রহমান।
সভায় বক্তব্য রাখেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এড. আব্দুর রাজ্জাক খান, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আইনুল হাবিব, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মসলেম উদ্দিন মিঞা, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম শাহীন, বিএনপি নেতা শাজাহান আলী মাস্টার, শাহজাহান মোল্লা, এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউছার মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।