ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নাটোরের লালপুরে ভাঙা কালভার্টের কারণে জনদুর্ভোগ

লালপুরের ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ায় ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ শুরু হয়েছে। বিকল্প সড়ক না থাকায় পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে এই কালভার্ট দিয়ে চলাচল করছে।

 

রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রি কলেজের পশ্চিম দিকে পিচরাস্তার কলেজ মোড়ের সামনে কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছে, যা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

 

ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল আনা-নেওয়া করেন। কালভার্টের স্লাব ভেঙ্গে পড়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। এর পাশেই রয়েছে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল এবং লালপুর ডিগ্রি কলেজ, যা ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভায় যাতায়াতের একমাত্র সড়ক।

 

লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন জানান, কলেজ মাঠে অনেক পানি জমে রয়েছে এবং পার্শ্ববর্তী একটি গ্রামে পানি জমে থাকার কারণে কালভার্টের মাধ্যমে বেরোনোর পথ বন্ধ হয়ে গেছে। তিনি উপজেলা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন এবং শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি তিনি জানেন এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নাটোরের লালপুরে ভাঙা কালভার্টের কারণে জনদুর্ভোগ

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :

লালপুরের ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ায় ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ শুরু হয়েছে। বিকল্প সড়ক না থাকায় পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে এই কালভার্ট দিয়ে চলাচল করছে।

 

রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রি কলেজের পশ্চিম দিকে পিচরাস্তার কলেজ মোড়ের সামনে কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছে, যা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

 

ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল আনা-নেওয়া করেন। কালভার্টের স্লাব ভেঙ্গে পড়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। এর পাশেই রয়েছে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল এবং লালপুর ডিগ্রি কলেজ, যা ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভায় যাতায়াতের একমাত্র সড়ক।

 

লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন জানান, কলেজ মাঠে অনেক পানি জমে রয়েছে এবং পার্শ্ববর্তী একটি গ্রামে পানি জমে থাকার কারণে কালভার্টের মাধ্যমে বেরোনোর পথ বন্ধ হয়ে গেছে। তিনি উপজেলা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন এবং শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি তিনি জানেন এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।


প্রিন্ট