ভোট একটি আমানত। সেটা আলেমসমাজ সবাইকে ভালভাবে বুঝাবেন। পানি পাওয়া গেলে যেমন তায়াম্মুম করলে তা হবেনা। ঠিক তেমনি ইসলামি প্রার্থী পাওয়া গেলে অন্য প্রার্থী মানা যাবেনা।
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদ।
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উলামা বিভাগের আয়োজনে ২৬ অক্টোবর-২০২৪ ইং শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওঃ মুফতী মোঃ শহিদুল ইসলাম মানসুর ও পৌরসভা উলামা বিভাগের সভাপতি প্রফেসর আঃ সালামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলাওয়াত করেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী মোঃ শহিদুল ইসলাম।
সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথি আব্দুল হামিদ সাহেব আরো বলেন যে, অমুসলিমদের কাছে সঠিকভাবে ইসলামের দাওয়াত পৌছাতে হবে আলেমসমাজকে। আলেম সমাজকে এক হতে হবে। এবং ভোট একটি আমানত। তাই মুসলিম ও অমুসলিম সকলের কাছে মূল্যবান ভোটের ব্যাপারে বলতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলনা মোশারফ হুসাইন, বিশেষ অতিথি জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা আমীর মাওঃ মুহাম্মদ বদরুদ্দীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ফরিদপুর অঞ্চল সভাপতি ও বাকীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাহমুদুল হাসান, ফরিদপুর নুর ফাউন্ডেশন মাদ্রাসার মুহতামীম মাওলানা ফজলুর রহমান, জামায়াতে ইসলামী ফরিদপুর জেলার ওলামা বিভাগের সভাপতি হাঃ মাওঃ নুরুজ্জামান, ফরিদপুর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, ফরিদপুর মহাবিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,
জামায়াতে ইসলামীর বোয়ালমারী উপজেলার আমীর মাওঃ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সেক্রটারী হাফেজ মাওঃ বিলাল হোসাইন, বোয়ালমারী পৌরসভা জামায়াতের আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান, নাযেবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদ, সেক্রেটারী আবু নাছির মোল্যা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ও বোয়ালমারী উপজেলা জামাযাতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওঃ সৈয়দ সাজ্জাদ আলী।
এছাড়া অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বোয়ালমারী ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আসাদুজ্জামান মিয়া, বাইখীর বনচাকী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিয়াউল কাইয়ুম,বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ হুসাইন আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলার সহ-সভাপতি মোঃ ওয়ালিউর রহমান রাসেল, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওঃ মুফতী কুতুবউদ্দিন ফরিদী, গুনবহা চরপাড়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওঃ আশরাফুল ইসলাম।
উলামা সম্মেলনে বোয়ালমারী উপজেলা ও পৌরসভার প্রায় ছয় শতাধিক আলেম ওলামা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।