ফরিদপুরে গণধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুর শহরের বারী প্লাজা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ফরহাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, এবং অন্যান্য নেতৃবৃন্দ, আল আমিন হক, হারুন মিয়া, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, নিলুফার রুবি ও অন্যান্য কর্মী সমর্থক।
বক্তারা আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা তাদের দলকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে কর্মী সংগ্রহের আহ্বান জানান। সভায় এলাকাভিত্তিক ওয়ার্ডের উঠান বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, দলের নেতা ভিপি নূরের জনপ্রিয়তার কথা উল্লেখ করে আগামী নির্বাচনে ৩০০ আসনে গণধিকার পরিষদের প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫