আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ২:১৪ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৬, ২০২৪, ৬:৩৪ পি.এম
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচিতি ও মত বিনিময় সভা

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সদরপুর, ভাংগা ও চরভদ্রাসন উপজেলা শাখার যৌথ উদ্যোগে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব সংগঠনের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার আয়োজনে তার ভাংগা উপজেলার পুলিয়াস্থ বাড়ির উঠানে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ভাংগা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংগা উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতী শফিকুল ইসলাম মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাসের আইয়ুবী এবং দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান ফরিদী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া, ভাংগা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম এবং সদরপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাফেজ আবদুল আউয়াল।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাংগা রহমানিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবুল খায়ের সেলিম এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলান আবু বকর সিদ্দিক ছাড়াও তিন উপজেলার বিপুল সংখ্যক আলেম ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha