কুষ্টিয়ার দৌলতপুরে সজিব (১৫) নামে এক স্কুল ছাত্র পদ্মা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। সজিব ফিলিপনগর কলেজপাড়া এলাকার রাখিবুল প্রামাণিকের ছেলে এবং তিনি ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১:৩০ টায় বন্ধুদের সঙ্গে ফিলিপনগর ঠান্টিতলার পাশে পদ্মায় গোসল করতে গিয়ে সজিব ও তার বন্ধুরা নদীর এপার থেকে ওপারে সাঁতার দিতে গেলে হঠাৎ করে তলিয়ে যায়। তার নিখোঁজ হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সজিব দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করছিল। নদীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটার সময় সে হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। মুহূর্তেই পরিবারের সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন, তবে দীর্ঘ সময় পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
দৌলতপুর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে সজিবের দ্রুত উদ্ধার কামনা করছেন। স্থানীয় প্রশাসনও এই বিষয়ে নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সজিবের পরিবার ও বন্ধুদের মধ্যে আতঙ্ক এবং দুশ্চিন্তা বিরাজ করছে। আশা করা হচ্ছে, শিগগিরই সজিবের সন্ধান পাওয়া যাবে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha