আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৪:০২ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৬, ২০২৪, ৭:১৯ পি.এম
রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান
২৬ অক্টোবর ২০২৪ তারিখে রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১১:০০ টায়।
এই উপলক্ষে ১১ জন শিক্ষার্থীর মাঝে উচ্চ শিক্ষাবৃত্তি এবং ২৮ জন শিক্ষার্থীর মাঝে সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়, যার ফলে মোট ৩৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানে শাপলার প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, সহযোগী সংস্থার প্রতিনিধিরা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যের মাধ্যমে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha