২০১৩ সালের ২৭ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মারুফ শেখ (১৯)।
এ ঘটনার ১১ বছর পর নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিবসহ ৭৭ জনের নামে আদালতে মামলা করা হয়েছে।
চলতি বছরের ২২ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে নিহত মারুফের মা উপজেলার মিনারগ্রামের ছালেহা বেগম (৫২) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সাংবাদিক নিজাম নকিবকে মারুফ হত্যা মামলায় আসামী করার প্রতিবাদে নগরকান্দা প্রেসক্লাবের সদস্যরা শনিবার (২৬ অক্টোবর) সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা বলেন, মারুফ হত্যার বিচার দাবি করছি এবং সাংবাদিক নিজাম নকিবকে এ হত্যা মামলার আসামীর তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, রেজাউল করিম সেলিম, তৌহিদুল ইসলাম তুহিন, দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, মাই টিভির আঞ্চলিক প্রতিনিধির শফিকুল ইসলাম খান জনি, সাংবাদিক ফয়সাল হোসেন, মশিউর মিন্ট প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে এ সময় নগরকান্দায় কর্মরত সকল সাংবাদিক অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha