আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১০:০৬ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৬, ২০২৪, ২:৪৬ পি.এম
জয়পুরহাটে কৃষকদের জন্য ব্র্যাক সীডসের পরামর্শ সভা

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের গোপীনাথপুর আপলাপাড়া বাজারে ব্র্যাক সীডস এন্ড এগ্রো এন্টারপ্রাইজ ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখে একটি আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকাল ১১টায় আলহাজ্ব আব্দুল মান্নান ফাউন্ডেশন কার্যালয়ে সুপার মোহাম্মদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এলাকার কৃষকদের চলতি রবি মৌসুমে উচ্চমানের গুণগত বীজ আলুর উৎপাদন ও সার ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেরিটরি সেলস অফিসার জহুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এম হাসান এন্টারপ্রাইজের স্বতাধিকারি মোঃ মাহমুদুল হাসান।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন, যা কৃষি উন্নয়ন ও সচেতনতার প্রচারে ভূমিকা রাখবে। এ সভার মাধ্যমে কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha