আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৪, ২০২৪, ৮:৪৯ পি.এম
মাগুরাতে চুরি হওয়া ট্রাক উদ্ধার চালক গ্রেফতার

মাগুরা থেকে ট্রাক চুরির ঘটনায় রোমান মোল্লা(২৬) নামের এক ট্রাক চালককে আটক করেছে সদর থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, ট্রাকের মালিকের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি রোমান মোল্ল্যাকে আটক সহ চুরি হওয়া ট্রাক উদ্ধার করা হয়। মামলার এজাহারে বাদি তার নিজ নামে রেজিস্ট্রেশন কৃত টাটা ৭০৯ মডেলের ট্রাকটি ড্রাইভার রোমান মোল্যাকে দিয়ে পরিচালনা করতেন। ড্রাইভার রোমান ঢাকায় ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে গত ২৭ সেপ্টেম্বর রাতে মাগুরা সদর থানাধীন, শিবরামপুর গ্রামের সরদার বাড়ী নামক স্থান হতে ট্রাকটি নিয়ে যায়।
পরে ১০-১২ দিন পেরিয়ে গেলেও মাগুরায় ফিরে না আসায়, বাদী তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে সে এলোমেলো তথ্য দিতে থাকে। এক পর্যায়ে ফোন বন্ধ করে দেয়। পরে মাগুরা শহরের ভাড়া বাসায় খোঁজ খবর নিয়ে যানতে পারেন ড্রাইভার রোমান স্ত্রী সন্তানসহ অন্যত্র চলে গেছেন। এর পর গত ২১ অক্টোবর ড্রাইভার রোমান কে আসামী করে সদর থানায় মামলা করেন ট্রাক মালিক।
এরই সুত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী রোমানের অবস্থান নিশ্চিত করে তাকে আটক করে পুলিশ। আটক রোমানের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন পিঙ্গুলিয়া গ্রামের এস এস ফিলিং স্টেশন থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার করে পুলিশ, এবং আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha