এডিসি পদে পদোন্নতি পাওয়ায় বাঘার উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) তরিকুল ইসলামকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে শুছেচ্ছা জানিয়েছেন বিএনপির নের্তৃবৃন্দ। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, পৌর যুবদলের দলের যুগ্ন আহ্বায়ক তহিদুল ইসলাম কালু, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান,মনিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরে আলম নান্টু,বাজুবাঘা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মমিন আলী,ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার,স্বেচ্ছাসেবক দলের জাকারিয়া সুলতান তানিম, সহ বিএনপি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।
জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহি অফিসার হিসেবে বাঘায় যোগদান করেন তরিকুল ইসলাম। গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন তরিকুল ইসলাম। তার বদলির আদেশ জারি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে ।
বিএনপির নের্তৃবৃন্দ জানান, উপজেলা নির্বাহি অফিসার ( ইউএনও) হিসেবে বাঘায় যোগদানের পর তরিকুল ইসলামের জনকল্যাণমূখি কাজ সাধারন মানুষের কাছে প্রমান করেছে,সেবক হিসেবে একজন জনবান্ধব অফিসার।দেশের পট পরিবর্তনের পর একসাথে অনেকগুলো দায়িত্ব পালন করেছেন ধৈর্য আর নিষ্ঠার সাথে। তার কাজের মূল্যায়নে বাঘায় আরো কয়েকমাস থাকলে ভালো হতো। বাঘায় কয়েকমাস রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচির মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে বাঘার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। পদোন্নতি জনিত বদলির আদেশ হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha