নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা। তিনি বলেন, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে। তাই নৌ যোগাযোগ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়। এবং সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ২৪২টি আশ্রয়কেন্দ্র, ৩৮টি মুজিবকেল্লা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ঘূর্ণিঝড় 'দানা' মোকাবেলায় হাতিয়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে দুপুর ১২ টা পরে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে নোয়াখালী হাতিয়া সারাদিন গুমোট আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর সবশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha