ফরিদপুরের নগরকান্দায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা ডাংগি ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামে গৃহবধূর বাড়ী থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধূর নাম মুক্তা আক্তার (৩৫)। তিনি উক্ত গ্রামের আরিফ চৌধুরীর স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
প্রতিবেশীর জানান, বৃহস্পতিবার ভোরে রান্নাঘরে আহত অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে লাশ বাড়িতে নিয়ে আসেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে কি কারণে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সঠিক ঘটনা জানতে পুলিশি তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।