আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৩:৫৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৪, ২০২৪, ১:৩১ পি.এম
কৃষি উদ্যোক্তাদের চ্যালেঞ্জ নিতে হবে, তবেই সফল হওয়া সম্ভবঃ -ইমরুল মহসিন
কৃষিখাতে সারা দেশে ২০ হাজার উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তারা নিজে সাবলম্বি হবেন, দেশ কে সাবলম্বি করবেন। এজন্য কৃষি উদ্যোক্তাদের চ্যালেঞ্জ নিতে হবে, তবেই সফল হওয়া সম্ভব। ফরিদপুরে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশজনের সাথে পরামর্শ কর্মশালায় এসে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) ইমরুল মহসিন এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদপুর কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে শহরের এসডিসি টাওয়ারের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে এ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্মফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রি প্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার ডিএএম অংগ) কর্তৃক প্রকল্পে এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর পার্টনার(ডিএএম অংগ) এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত সচিব ওমর মোঃ ইমরুল মহসিন।
কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক(উপসচিব) মহিদুল ইসলাম, বীজ প্রক্রিয়া জাতকরণ কেন্দ্র ফরিদপুরের যুগ্ম পরিচালক এস.এম. ইকরামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এএসএম মঈনুল আহসান, ডিএএম অংগ সিনিয়ার মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা কনসালটিং পাটনার ডিএএম অংগ এর ড. মোঃ মাহবুব আলম, কৃষি বিপনন অধিদপ্তর ফরিদপুরের সিনিয়র কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন প্রমুখ।
বক্তারা জানান, সবজি ও ফল প্রক্রিয়াজাত করণ, মসলা প্রক্রিয়াজাত করণ, দুগ্ধ জাত পন্য প্রক্রিয়াজাত করণ, কৃষি পর্যটন, মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করণে উদ্যোক্তাদের জন্য সম্ভাব্য ৮টি ব্যবসায়ীক খাত রয়েছে। প্রথম পর্যায়ে জেলার সদর, মধুখালি, বোয়ালমারি ৩টি উপজেলার ৫০ জন কে দেশের ১০টি পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে এর উপর প্রশিক্ষন দেয়া হবে।
এসকল খাতে জেলার ১শ জন নারী-পুরুষ কে কৃষি উদ্যোক্তা হিসাবে বাছাই করে ট্রেনিং দেয়া হবে।
উদ্যোক্তাদের জন্য ১২ দিনের ট্রেনিং শেষে ইনকিউবিউশন সার্পোট দিবে সরকার। এর পর সরকারিভাবে ৭০ভাগ ভর্তুকি দিয়ে সহযোগিতা করার কথা জানান বক্তারা। অনুষ্ঠানে জেলার ৩টি উপজেলা থেকে ৫০ জন উদ্যোক্তা বাছাইয়ের পরামর্শ কর্মশালায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha