যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) তিনটি পর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "যবিপ্রবি একটি রাজনীতি ও র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হবে।"
তিনি আরো বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনে রাজনীতি সচেতন হওয়া জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না।" তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন, যা তাদের নেতৃত্বের গুণাবলী উন্নয়নে সাহায্য করবে।
ওরিয়েন্টেশন শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং তাদের নতুন বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনকে স্মরণীয় করে রাখতে মুঠোফোনে ছবি তোলেন।
এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, প্রক্টরসহ অন্যান্য অতিথিরা যবিপ্রবির একাডেমিক ও প্রশাসনিক নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেন। শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরা হয় এবং একটি মসৃণ ক্যাম্পাস জীবন প্রাপ্তির জন্য সহযোগিতা কামনা করা হয়।
উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন, বিভিন্ন বিভাগের অধ্যাপকগণ, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।
যবিপ্রবি ক্যাম্পাস এই দিন নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha