পূর্ব জগতবেড় (ওয়ার্ড-৪) বেলবাড়িডাঙ্গা গ্রামের আঃ সুবাহান মিয়ার ছেলে কামরুজ্জামান সাবু (২৫) এর বাড়িতে বিয়ের দাবীতে সোমবার (২১ অক্টোবর ২০২৪) বিকেল ৪ টা হতে অনশন করছেন একই ওয়ার্ডের নবীউদ্দিন কাজীর মেয়ে কেয়া আক্তার (২০)।
জানা গেছে কামরুজ্জামানের সাথে দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক চলছিলো। কেয়া আক্তারকে বিয়ের দাবীতে নিজ বাড়িতে অবস্থান নেয়ার পরামর্শ দেন কামরুজ্জামান সাবু। সে সুত্র ধরেই কামরুজ্জামানের বাড়িতে অবস্থান নিয়েছেন কেয়া ৷ কেয়া জানান, ইতিমধ্যেই কামরুজ্জামানের পরিবারের লোকজন বিভিন্নভাবে কেয়াকে মারধর টর্চার এমনকি হত্যার হুমকি দিয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইতিমধ্যে দু'পক্ষের সাথে কথা বলে বিয়ের আলোচনা হলে সেটি নাকোচ করেছেন কামরুজ্জামান সাবুর পরিবার। সেই সূত্র ধরে আজ সকাল ১০ ঘটিকার সময় গ্রাম্য সালিশে বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । কিন্তু এরপরেও মন গলেনি ছেলে এবং ছেলের পরিবারের। এমতাবস্থায় মেয়েটি মৃত্যু ঝুঁকিতে আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
উল্লেখ্য গত তিন মাস আগে এবিষয়ে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। সেই ডায়েরিতে উল্লেখ করা হয়েছে দুই পক্ষের সম্মতিতে উভয়ের বিয়ের বিষয়টি মীমাংসা করা হয়েছে। এরপরেও ছেলে বিভিন্ন ভাবে মেয়েকে প্রলোভন দেখিয়ে আসছেন বলে পরিবার সূত্রে জানা যায়। এর পরও ছেলের পরিবার ও দুই বোনের জামাই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে এলাকার ব্যক্তিবর্গ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha