আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২৪, ৯:৩৯ পি.এম
বিরামপুর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।
২২ ই অক্টোবর মঙ্গলবার বৈকাল ৩ ঘটিকায় উপজেলার বিরামপুর নতুন বাজার পুরাতন বাজারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি, বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম ও থানা পুলিশের সদস্যেদের উপস্থিতিতে বিভিন্ন কাঁচাবাজারসহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের দিক নির্দেশনায় বাজার বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী ও বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধির সদস্যরা এসময় কাঁচাবাজার, মাছ বাজার, মুদি দোকানসহ কয়েকটি দোকানে মূল্যতালিকা দেখছেন। মূল্যতালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও তিনি মনিটরিং করেন।
এসময় অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহবান জানিয়ে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া তিনি আরো জানিয়েছেন প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha