আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১২:২৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২২, ২০২৪, ৮:০৮ পি.এম
লালপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ রক্ষায় তৎপর উপজেলা প্রশাসন
নাটোরের লালপুরে চলতি সপ্তাহে আবারও পদ্মানদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শিমুল আক্তার। এ সময় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ ১৫০টি চাইনা দুয়ারি ও ৪০০০ মিটার কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে ইলিশ মাছগুলো উপজেলার লক্ষীপুর রওজাতুন উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন ও লালপুর থানা পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে মৎস কর্মকর্তা জনাব এস. এম নাজিম উদ্দিন বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিয়মিত তদারকি করা হবে এবং অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha