বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রওশন। তার বাবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামের রফিকুল ইসলাম (২৫) ও মা পপি খাতুন (২০) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেলে বাড়ি থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন রফিকুল ও তার স্ত্রী পপি খাতুন।
তিনজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাশর্^বর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রওশনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা-মাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha