আজকের তারিখ : মে ২৫, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২১, ২০২৪, ৩:০৮ পি.এম
কোনো আর্থিক লেনদেন নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে

ফরিদপুরের পুলিশ সুপার মো: আব্দুল জলিল বলেছেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে কোনো ধরনের অনিয়ম হবে না। সকল প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। কোনো আর্থিক লেনদেন নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল।
পুলিশ সুপার জানান, কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। কিছু প্রতারক চক্র সুকৌশলে নিয়োগের জন্য প্রভাবিত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে থাকে, তাদের ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের আশেপাশে এমন কোন চক্রের কার্যক্রম দৃষ্টি গোচর হলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে নিয়োগের কাজে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
প্রার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনভাবেই কোন প্রলোভনে কিংবা কোনপ্রকার ফাঁদে পা দিবেন না। সৎ, সাহসী, মেধাবী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনার এমন সন্তানকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ।
ফরিদপুরে আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর শারীরিক, ১২ নভেম্বর লিখিত ও ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha