কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালিয়েছেন এক বিক্রেতা। পরে সেখান থেকে ৬ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে এতিমখানায় জব্দ করা ইলিশ মাছ দিয়ে দেওয়া হয়।
২০ অক্টোবর, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রবেশপথে এ ঘটনা ঘটে। তবে বিক্রেতার পরিচয় জানা যায়নি।
এছাড়াও বিকেল ৫টার দিকে পদ্মা নদীর শিলাইদহ ঘাট এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় দুই কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এতিমখানায় জব্দ করা ইলিশ দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, আহরণ, পরিবহন ও বিক্রয় নিষেধ রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha