মাগুরাতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এছাড়া র্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিহির কান্তি বিশ্বাস, এবং মাগুরা সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বায়ারুল ইসলাম।
র্যালিতে আরও অংশগ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী (প্রাক্কলনিক) মোঃ লিংকন মিয়া, এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও রোভা ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ। এই উদ্যোগের মাধ্যমে হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।