আজকের তারিখ : ডিসেম্বর ১২, ২০২৪, ৩:১৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৯, ২০২৪, ৫:২৮ পি.এম
হাতিয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় পশ্চিম সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার ভোটগ্রহণ চলে।
এ নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে মাহমুদ আব্বাস এবং চেয়ার প্রতীক নিয়ে মাকছুদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। সেক্রেটারি পদে জামসেদ উদ্দিন কলম প্রতীক, জসীম উদ্দিন ছাতা প্রতীক এবং মাকছুদুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
নির্বাচনের ফলাফল:
- সভাপতি: মাহমুদ আব্বাস (হরিণ প্রতীক) - ১৩০ ভোট
- সেক্রেটারি: জামসেদ উদ্দিন (কলম প্রতীক) - ৫২ ভোট
- সাংগঠনিক সম্পাদক: মো: আমজাদ হোসেন (টেলিফোন প্রতীক) - ৮৫ ভোট
- দপ্তর সম্পাদক: মোহাম্মদ আলী (মেসওয়াক প্রতীক) - ৮০ ভোট
- প্রচার সম্পাদক: মো: আরিফ উদ্দিন (মাইক প্রতীক) - ৮১ ভোট
- অর্থ সম্পাদক: নিজাম উদ্দিন (আলনারী প্রতীক) - বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সদস্য পদে নির্বাচিতরা:
- মো: সোহেল উদ্দিন (মোটর সাইকেল প্রতীক) - ৬৬ ভোট
- মনির উদ্দিন (আপেল প্রতীক) - ৩৭ ভোট
- নাসির উদ্দিন (মোরগ প্রতীক) - ২১ ভোট
চৌরাস্তা বাজারের ইতিহাসে এটি বণিক সমিতির প্রথম নির্বাচন। ভোটাররা লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাও. সাজ্জাদুল বারী বলেন, "দীর্ঘ ১৭ বছর পর হাতিয়ায় এই প্রথম ভোট সরাসরি ভোটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।" তিনি পুলিশ, নির্বাচন কমিশনার, ভোটগ্রহণকারী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।
নির্বাচন কমিশনার রাজ বিহারী দাস বলেন, "আমাদের বণিক সমিতির নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, নির্ভেজাল ও ঝামেলামুক্ত হয়েছে। এটি হাতিয়া উপজেলার অন্যান্য বাজারের জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে।"
উল্লেখ্য, সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫১ জন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে ৩ জন পুলিশ এবং ৩ জন গ্রাম পুলিশ ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন জাহাজমারা ছেরাজুল উলুম মাদ্রাসার প্রভাষক মাওলানা আলাউদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha