রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের পুরাতন বাজারস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দিরে শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত সভায় নির্মল কুমার কুন্ডুকে সভাপতি ও প্রকাশ কুমার আগরওয়ালাকে সাধারণ সম্পাদক করে মন্দিরের ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সভায় দেব প্রসাদ গোস্বামীর সভাপতিত্বে এবং অশোক কুমার পালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কুন্ডু, সুশীল কুমার মোদি, নিতাই দত্ত, সুভাষ দে, নারায়ন চন্দ্র অধিকারী, গোবিন্দ দত্ত, লিটন কুমার বিশ্বাস, অলোক দাস, প্রকাশ পালসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
নবগঠিত কমিটির সভাপতি নির্মল কুমার কুন্ডু জানান, ২০০৭ সাল থেকে একটানা ১৭ বছর অনিল কুমার বিশ্বাস সভাপতি এবং সুব্রত কুমার দাস সাগর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। শুক্রবারের সভায় মন্দির কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। আগামী ২১ দিনের মধ্যে মন্দির কমিটির সদস্যদের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভার কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ২টায় শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫