আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৮, ২০২৪, ১০:১৯ এ.এম
বিএনপি সবসময় জনগণের পাশে থাকেঃ -মিলিমা ইসলাম বিশ্বাস

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সহিদুল ইসলাম বিশ্বাসের কন্যা বিএনপি নেত্রী মিলিমা বিশ্বাস মিলি আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন এলাকায় পথসভা করেছেন। গত কাল বিকাল ৫ টার দিকে এ পথসভা করেন তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা লাভলু হোসেন ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস।
পথ সভায় মিলিমা বিশ্বাস বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা মুক্ত হয়েছি, বাংলাদেশ এখন স্বাধীন। এই বাংলাদেশের একনায়কতন্ত্রের কোন জায়গা নেই। এই স্বাধীন দেশে সকলের সমান অধিকার রয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপি একটি শক্তিশালি দল। চুয়াডাঙ্গার মাটি বিএনপির ঘাঁটি।
বিএনপিই পারবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে। দেশের মানুষের ভরশা হিসেবে বিএনপির সুসংগঠিত দলটি। জিয়া পরিবার সবার পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্র ফিরানোর জন্য শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে। এই দেশ আগামীদিনে সোনার বাংলাদেশ গড়ার কাজ করবে বিএনপি। সকলের পাশে থেকে বিএনপি সাধারণ জনগণের জন্য কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা ডা. আব্দুর রহিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টু, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সেলিম, চুয়াডাঙ্গা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম,চিৎলা ৫ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, যুবদল নেতা হুমায়ন আহমেদ, শিমুল হোসেন, গোলাম আলী, দৌলাত হোসেন,আমিন,আব্দুর রাজ্জাক, একরামুল,জিনারুল , প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha