আজকের তারিখ : মে ১১, ২০২৫, ৭:২৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৮, ২০২৪, ১২:৫৯ পি.এম
গোয়ালচামট চড়ুইভাতি খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

চড়ুইভাতি খেলাঘর আসরের গোয়ালচামট শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জসীমউদ্দীন হলে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জোবায়ের স্বপন , রুবিয়া মিল্লাত , সহ-সাধারণ সম্পাদক হাসিবূজামান হাসিব দপ্তর সম্পাদক খোকন বিশ্বাস, সদস্য বিলকিস বানু, আলেয়া হক, আখতারী জাহান ববি, এরপর সকালে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এছাড়া , বিকেলে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানের পরবর্তী পর্বে চড়ুইভাতি খেলাঘর আসরের ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এতে হাসান আল ইমরানকে সভাপতি এবং মোহাম্মদ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য একটি কমিটি ঘোষণা করা হয়।
এ সময় খেলা ঘরের কর্মকর্তারা প্রতিযোগিরা এবং তাদের অভিভাবক বৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha