আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ১২:১০ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৭, ২০২৪, ৭:৫৭ পি.এম
নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অভিযান চালিয়ে তারাবো পৌরসভার চার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ভোরে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো দক্ষিণপাড়া গ্রামের মাসুদ ভুঁইয়ার ছেলে শ্রাবণ (২১), রহিম প্রধানের ছেলে সিয়াম প্রধান (২২), সোহেল ভুঁইয়ার ছেলে সাহেদ ভুঁইয়া (২২) এবং চনপাড়া গ্রামের রফিকের ছেলে বিজয় (২৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে রামদা, ছুরি, ছেনদা, চাপাতি, হাত বোমা এবং কাটারসহ দেশীয় অস্ত্র।
গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর তারা কায়েতপাড়ার বিভিন্ন গ্রামে আত্মগোপনে ছিল। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha