নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারাবো পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিন্টু নিজে। তিনি অভিযোগ করেন, “পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে আমার সম্মানহানী করার জন্য প্রতিপক্ষ সক্রিয় রয়েছে।” পিন্টু বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা গন্ধর্বপুর ওয়াসা প্রকল্পের স্যুয়ারেজ কনস্ট্রাকশনের কাজকে কেন্দ্র করে অহেতুকভাবে আমাকে গ্রেফতার করেছে। আদালত ২৪ ঘন্টার মধ্যে জামিন মঞ্জুর করলে আমি অপরাধী নই।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাশিক ওসমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরব, সিনিয়র সহ সভাপতি রফিক মোল্লা, যুবদল নেতা মীর মাসুদসহ আরও অনেকে।
পিন্টু তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, “আমাদের দলের কেউ যদি অপকর্মে লিপ্ত থাকেন, তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হবে।” উল্লেখ্য, ১৫ অক্টোবর বালি সরবরাহ সংক্রান্ত বিষয়ে গ্রেফতার হওয়া পিন্টুকে ১৬ অক্টোবর জামিন মঞ্জুর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111