জয়পুরহাটের কালাই উপজেলা সদরে ওমর কিন্ডার গার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমীর আয়োজনে ১৭ই অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক হারুনুর রশিদ, কালাই ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন, ক্ষেতলাল উপজেলার সরকারি সাইদ আলতাফুন্নেছা কলেজের ইংরেজি প্রভাষক মোবারক হোসেন এবং নান্দাইল দিঘী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানের শেষে ওমর কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলার নির্বাহী অফিসার শমীমা আক্তার জাহান। তিনি শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বই ও পত্রিকা পড়ে জ্ঞান সংগ্রহের উপর গুরুত্বারোপ করেন এবং আন্ত পর্যায়ে বিতর্কে অংশগ্রহণের পরামর্শ দেন। তিনি বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক ও শিক্ষার্থীদের আচরণ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। তিনি শিক্ষার বিষয়ে পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha