আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৭, ২০২৪, ৪:০৯ পি.এম
লালপুরে স্বামীর সন্ধানে এসে গণধর্ষণের শিকার এক নারী

নাটোরের লালপুরে স্বামীর সন্ধান করতে এসে ২৭ বছরের এক নারী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী কুষ্টিয়া সদর উপজেলার মেয়ে। ভুক্তভোগী ঐ নারী জানান, তিনি সৌদি আরব থাকাকালীন সময়ে লালপুর উপজেলার শান্ত নামে এক যুবককে বিয়ে করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন তিনি।
পরে লালপুরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধানে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহনী চত্বরে নিয়ে গিয়ে শরবত ও ফুসকা খাওয়ায়। কিছুক্ষণ পর ওই নারীকে অজ্ঞাত ওই যুবক ও ৩ বন্ধুসহ একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি যোগে ভাটপাড়া রাস্তায় নিয়ে যায়। পরে সেখানে একটি আমবাগানে নিয়ে ওই নারীকে জোরপূর্বক চার বন্ধু মিলে ধর্ষণ করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের ব্যাপারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক্তারি পরীক্ষা শেষে ভুক্তভোগী নারীকে বৃহস্পতিবার নাটোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha