আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১:৩৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৬, ২০২৪, ৫:০৬ পি.এম
ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

প্রকৃতিতে ঋতু পরিবর্তনের আয়োজন। শরৎ শেষে এবার হেমন্তের পালা। তারপরই শীতকাল। কিন্তু প্রকৃতি এখনই জানান দিচ্ছে শীতের আগমণী বার্তা। উত্তরের জনপদের চলনবিল অঞ্চলে ইতোমধ্যেই শুরু হয়েছে শীতের আমেজ। সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা ঝরছে। দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে। রাতে টিপ টিপ করে শিশির পড়ছে। ভোরে ফসলের মাঠ কিংবা ঘাসের ডগায় শিশির বিন্দু চিকচিক করছে।
জেলার বিভিন্ন উপজেলায় দিনে রোদ-গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে যাচ্ছে। হঠাৎ করেই চারদিকে কুয়াশার দেখা দিয়েছে। এটাকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে বলে মন্তব্য অনেকের। রাতে হালকা শীতে চাদর কিংবা কাথা গায়ে ছড়াচ্ছে অনেকে।
স্থানীয় স্কুল শিক্ষক সরকার আলামিন আজকের পত্রিকাকে জানান, গত দুদিন ধরে রাতভর ঝিরঝিরে কুয়াশা পড়ছে। ভোরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কুয়াশার স্থায়িত্ব বেশিক্ষণ থাকছে না। সূর্য উঠলেই কুয়াশা কেটে যাচ্ছে। কুয়াশার কারণে প্রকৃতিতে ভিন্ন আমেজ দেখা যাচ্ছে।
দীর্ঘদিন টানা গরমের পর কুয়াশামাখা পরিবেশে পেয়ে উচ্ছ¡সিত এ অঞ্চলের মানুষরা। ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়েও চলতে দেখা গেছে। প্রকৃতিতে নতুন কুয়াশা দেখে ভালোই লেগেছে। এই কুয়াশায় জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha