ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামে গভীর রাতে এক ছাগল খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দূর্বৃত্তদের দ্বারা এই আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে ১৭টি ছাগলসহ খামারটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।
খামারের মালিক রিপন মোল্লা জানান, প্রতিদিনের মতো তিনি সন্ধ্যায় ছাগলের খাবার ও পানি দিয়ে দরজা বন্ধ করে তালা মেরে ঘুমাতে যান। রাত দেড়টার দিকে হঠাৎ ছাগলগুলোর বিকট চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে গিয়ে দেখেন, তার খামারটি আগুনে জ্বলছে এবং কোনভাবেই ছাগলগুলোকে বের করার সুযোগ ছিল না। চোখের সামনে ১৭টি ছাগল ও তার খামারটি পুড়ে যেতে দেখে তিনি অত্যন্ত দুঃখিত।
রিপন অভিযোগ করেন, কিছু প্রতিবেশী শত্রুতা করে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং ঘটনাস্থলে তাদের নমুনা পাওয়া গেছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, "এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি ঘটনাস্থলে গিয়েছি এবং খামারের মালিকের অভিযোগের বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করব।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha