আজকের তারিখ : অগাস্ট ১৪, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশকাল : জুন ১৬, ২০২১, ৫:৩১ পি.এম
নগরকান্দায় ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

দেশব্যাপী চলমান ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে ফলদ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচি পালন করেছে নগরকান্দা উপজেলা ছাত্রলীগ।
বুধ দিনব্যাপী ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলদ ও ঔষধি গাছ রোপণ করেছে নগরকান্দা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কবি, কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরীর নির্দেশক্রমে, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এর দিকনির্দেশনায় নগরকান্দার তরুণ ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারহান তার সহযোগিদের সাথে নিয়ে এই কর্মসূচি টি পরিচালনা করেন।
এসময় ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারহান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরীর হাতকে শক্তিশালী করতেই আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha