আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৪, ২০২৪, ৬:৫৭ পি.এম
কালুখালী ও ফরিদপুরের কানাইপুরে ডাচ বাংলা ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ব্যাংকিং সেবার মান বাড়াতে ডাচ বাংলা ব্যাংকের একটি নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সহকারী অধ্যাপক খোন্দকার মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
কালুখালীর গোল্ডেন টার্স সুপার মার্কেটে চালু হওয়া এই নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক সৈয়দ রিয়াজুল হক।
অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মো: হানিফ রিপন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, রতনদিয়া বাজার বনিক সমিতির সভাপতি ইমদাদুল হক দুদু, সহ-সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক রনজয় বসু প্রমুখ উপস্থিত ছিলেন।
**

অন্যদিকে, ফরিদপুরের কানাইপুরে ডাচ-বাংলা ব্যাংকের একটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কানাইপুর বাস ষ্ট্যান্ড সংলগ্ন মোল্লা অর্কিড প্লাজার দোতলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ-বাংলা ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: রায়হান হোসেন, এজিএম (অর্থ, হিসাব) এবং কানাইপুর বাজার উপশাখার ইনচার্জ লিটন কুমার দাস। উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।
এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha