কুষ্টিয়ার খোকসায় যুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। আজ বুধবার (১৬ জুন) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিশ্বাসের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: আশিকুর রহমান জানান, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুন তার বসত ঘরের পিছনে শিমুল গাছ কাটতে গিয়ে যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত পরিত্যক্ত একটি গ্রেনেড পায়।
উক্ত গ্রেনেডটি কাওকে না জানিয়ে নিজ ঘরের মাচার নিচে রেখে দেয়। বিষয়টি জানাজানি হলে আমরা আজ পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে বসোয়া বাজারের পিছনে একটি খোলা জায়গায় বালি ভর্তি বালতিতে রেখে দিয়েছে।
স্থানীয় পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বয় পাহারাদার নিয়োগ করা হয়েছে। ঢাকা বোম ডিসপোজেবল ইউনিটকে জানানো হয়েছে এসপি মহোদয় এর মাধ্যমে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha