রাজবাড়ীর কালুখালী উপজেলায় "আমাদের সক্ষম করে, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০টায় কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে র্যালীটি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী।
আলোচনা সভায় বক্তৃতা দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল আলীম, উপজেলা একাডেমির সুপার ভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, উপ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, কালুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: বাকী বিল্লাহ এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। শিক্ষাবিদ আশরাফুল হকও সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর কালুখালী ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha