ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল পঞ্চায়েতের হাট এলাকায় যড়যন্ত্রমূলকভাবে জাফর খান হত্যা মামলায় দুই ব্যক্তিকে আসামী করে হয়রানির প্রতিবাদে এলাকাবাসী আজ সোমবার বেলা ১১ টায় ঘণ্টাব্যাপি বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত করে।
মানববন্ধনে ভুক্তভোগীদের পরিবারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন যে, সম্প্রতি তাদের প্রতিবেশী জাফর খানকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা দাবি করেন, স্থানীয় একটি মহলের সঙ্গে মামলা ও পূর্ব বিরোধ থাকায় কাওসার ও সুমনকে যড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
বক্তাদের মধ্যে ছিলেন জাফর খান হত্যা মামলার ৫নং আসামী কাওসারের স্ত্রী শাহিদা বেগম, কাওসারের ভাই আলতাফ হোসেন, কাওসারের ভাবি তানিয়া বেগম, রিনা বেগম, এবং মামলার ৯নম্বর আসামী সুমনের স্ত্রী কুনসুম বেগম। তারা বলেন, এ হত্যার ঘটনায় কাওসার ও সুমন সম্পূর্ণ নির্দোষ এবং তাদের মামলা থেকে নাম প্রত্যাহারসহ প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha