ফরিদপুরের সালথায় পাট চাষ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও পাট উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালায় ৫০জন কৃষককে প্রশিক্ষন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মো. হজরত আলী, ফরিদপুর পাট উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও কৃষিবিদ মরিয়ম বেগম, ফরিদপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মুজিবুর রহমান, ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফুন আমীন, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫