কুষ্টিয়া শহরের এনএস রোডে বেবি শপ নামের একটি দোকানে শর্ট সার্কিট অথবা বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের এনএস রোডের বেবী শপ নামের বাচ্চাদের তৈরি পোশাকের শোরুমের ভেতরে আগুন লাগে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে শো-রুমের ভেতর থেকে আগুন লাগে। তবে শর্ট সার্কিট অথবা বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে শহরে কোনো পুকুর না থাকায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। এক এক করে তিনটি ফায়ার সার্ভিসের গাড়ীর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, শপে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে বেবি শপ নামের প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha