আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৩, ২০২৪, ৮:০৭ পি.এম
নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন পেড়াবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে র্যালী, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, ও ‘ক্যাব’ সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha