আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশকাল : জুন ১৫, ২০২১, ৪:৪৭ পি.এম
বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারীতে গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
বোয়ালমারীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মোট ৩২২টি গৃহ নির্মিত হচ্ছে।
উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিতব্য ঘরগুলো আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করবেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক প্রমুখ।
এ সময় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি সকলকে এক পরিবারের মত একাত্ম হয়ে মিলে মিশে থাকাসহ প্রতিটি পরিবারের সদস্যদের গাছ লাগানোর পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha