নাটোরে চলন্ত একটি ট্রাক থেকে হাসপাতালের জন্য বরাদ্দকৃত প্রায় ৩০ লাখ টাকার সার্জিক্যাল যন্ত্রপাতি চুরি হওয়ার দু’দিন পর শুক্রবার রাতে ৫ জনকে চুরি যাওয়া মালামাল সহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি মোটর সাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-হোসাইন মোহাম্মদ সাব্বির (৩০), আশরাফুল ইসলাম (৩৬), মেহেদী হাসান (২৩), রুহুল আমিন (৩১) ও কাউসার আলী ওরফে কালু (২৫)।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাদ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গত ৮অক্টোবর ঢাকা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সরকারি বরাদ্দকৃত সার্জিক্যাল যন্ত্রপাতি ট্রাকে করে রাজশাহী নেয়া হচ্ছিল। পথে দুর্বৃত্তরা নাটোরের চানপুর কুড়িয়াপাড়া এলাকায় চলন্ত ট্রাক থেকে প্রায় ৩০ লাখ টাকার সার্জিক্যাল যন্ত্রপাতি চুরি করে।
পরবর্তীতে এই ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মাসিস্ট মোসাদ্দেক হোসেন বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে পুলিশ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা এবং নাটোর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হোসাইন মোহাম্মদ সাব্বির, আশরাফুল ইসলাম , মেহেদী হাসান , রুহুল আমিন , ও কাউসার আলী ওরফে কালু নামে ৫ জনকে চুরি যাওয়া সার্জিক্যাল যন্ত্রপাতি সহ আটক করে। এসময় তাদের কাছে থেকে দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার মারুফাত হুসাইন আরও জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha