আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১:৩৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১২, ২০২৪, ৮:২৭ পি.এম
বৃদ্ধ জেলের গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ নাপিত জীবন দাসের বিরুদ্ধে

পুর্ববিরোধের জেরে গোপাল চন্দ্র হালদার (৬০) নামের এক বৃদ্ধ জেলেকে গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক নাপিতের বিরুদ্ধে।
শনিবার (১২ অক্টোবর) বিকেল চারটার দিকে পাবনার চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ এলাকায় অবস্থিত একটি সেলুনে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় গোপাল হালদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত গোপাল হালদার শাহী মসজিদ এলাকার মৃত মনি হালদারের ছেলে। তিনি পেশায় জেলে। তার কোনো ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়েছেন। বাড়িতে তিনি একাই বসবাস করেন।অভিযুক্ত নাপিত (সেলুন মালিক) জীবন দাস (৩২) উপজেলার পৌর সদরের নিশিপাড়া এলাকার খগেন দাসের ছেলে।
ঠিক কি কারণে এই হত্যাচেষ্টার ঘটনা তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি কেউ। তবে কোনো কিছু নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোপাল চন্দ্র হালদার জীবনের সেলুনে প্রবেশ করেন। এ সময় ভেতর থেকে দোকানের গ্লাস আটকানো ছিল। তিন-চার মিনিট পরে সেলুনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তি শব্দ শোনা গেলে এলাকাবাসী এগিয়ে যায়। ভেতর থেকে গ্লাস আটকানো থাকার কারণে বাইরের লোক ভিতরে প্রবেশ করতে পারছিলেন না।
এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত জীবন দোকানের গ্লাস খুলে পালিয়ে যায়। পরে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গোপাল চন্দ্রকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, 'ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে সেখান থেকে রক্তমাখা একটি চাকু জব্দ করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর অভিযোগ দিলে মামলা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha