আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১২, ২০২৪, ৫:৫৩ পি.এম
হাতিয়ায় আমেরিকা প্রবাসীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী হাতিয়ায় সাংবাদিকদের সাথে আমেরিকা প্রবাসী ছাইফুল ইসলাম ভুঁইয়ার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে হাতিয়া প্রেসক্লাবে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাতিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ছাইফুল ইসলাম ভুঁইয়া, যিনি আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মরহুম হাজী জিয়াউল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের আহ্বায়ক জি এম ইব্রাহীম, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, ইসমাইল হোসেন কিরন এবং হাজী জিয়াউল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এর আগে, ছাইফুল ইসলাম ভুঁইয়াকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মানিক বাজারে অবস্থিত মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। পরে জামিয়া দারুল উলূম মহিউ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা এবং সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা ৬ নং ওয়ার্ডে সুইজ বাজার সাজেদা হোসেন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় ছাইফুল ইসলাম ভুঁইয়া বলেন, “হাতিয়াতে আমরা মানবিক কিছু কর্মকাণ্ড করে যাচ্ছি। আশা করি এসব বিষয়ে সাংবাদিকরা সহযোগিতা করবেন। আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসব করছি না, সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এসব মানবিক কাজ করে যাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha