ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮)সহ ১২৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ অন্যান্য নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার কোতয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হচ্ছেন মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।
পুলিশ সুপার জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫