“হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই ভাই ভাই, আমাদের মধ্যে কোন বিভেদ নাই। ধর্ম যার যার, দেশটা সবার। লালপুর-বাগাতিপাড়ার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও মন্দিরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাবো। আমরা আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো।"
শনিবার (১২ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন লালপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন। তিনি বলেন, "পূজা মণ্ডপে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার, সাধারণ সম্পাদক আশীষ কুমারসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক, সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha