শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা ১১ অক্টোবর দেবীকেআসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। বোয়াল খালীর খরনদ্বীপ তাত ঘর হরি মন্দিরে পূজামণ্ডপে মহাঅষ্টমীর দিনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী আষীশ দাস,সাধারন সম্পাদক শ্রী শৈলেন দে বাসুর সঞ্চালনে এতে অর্থ সম্পাদক শ্রী উত্তম কুমার দের নেতৃত্বে সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়।
ফুলের মালা, চন্দন ও নানান অলংকার–প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো হয় কুমারীকে। মাতৃ রূপে পুজিত হলেন কুমারী দেবী। শুক্রবার আনন্দমুখর পরিবেশে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। শাঁখের ধ্বনি আর ঢাকের বাদ্যতে ভক্তদের পদচারণায় মুখর ছিল শারদীয় দুর্গোৎসবের মহাসষ্টমী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha